Maha Mrityunjaya Mantra in Bengali | Free PDF Download
ওঁ ত্রৈয়ম্বকম্ য়জামহে
সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্
উর্বারূকমিব বন্ধনাম্
মৃত্যুরমোক্ষিয় মামৃতাত
মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের বাংলা অর্থ
ত্রৈয়ম্বকম্ : তিন নেত্র বা চোখ আছে যার
য়জামহে : যার আমরা পুজো করি
সূগন্ধিম্ : সুগন্ধ যুক্ত
পূষ্টি : যা শক্তি যোগায়
বর্ধনম্ : যা বৃদ্ধি করে বা শক্তি যোগায়
উর্বারূকমিব : শশার মত
বন্ধনাম্ : বন্ধন থেকে মুক্ত করতে পারেন যিনি
মৃত্যুর : মৃত্যু থেকে
মোক্ষিয় : মোক্ষলাভ
মামৃতাত : মোক্ষলাভ থেকে মুক্ত করে
বাংলা ভাবার্থ :
যার তিনটি নেত্র রয়েছে যিনি জগতের লালন পালন করেন।
তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন।
ঠিক যেমন একটি শশা পরিপক্ব হয়ে তার শাখা প্রশাখার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়।
ঠিক তেমনই আমরা যখন জ্ঞানের আলোকে পরিপক্ব হয়ে উঠব তখন
যেন আমরা মুক্তি লাভ থেকে বঞ্চিত না হই অর্থাৎ মোক্ষলাভ করতে পারি।
বীজমন্ত্র সহ মহা মৃত্যঞ্জয় মন্ত্র
ওঁ হূম জূম স্বহা
ওঁ ত্রৈয়ম্বকম্ য়জামহে
সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্
উর্বারূকমিব বন্ধনাম্
মৃত্যুরমোক্ষিয় মামৃতাত
ওঁস্বহা জূম হূম ওঁ